• অর্বাচীন পথিক
    • সোমবার, ০৯ নভেম্বর ২০১৫, ১২:০১ অপরাহ্ন
    • বিষয়ঃ কবিতা
    • দেখেছেঃ 1089 বার
    • মন্তব্যঃ 8 টি
    • পছন্দ করছেনঃ 1 জন

মৃত্যু


কোলাহল এড়িয়ে, 
সবার ছায়া মাড়িয়ে
সেই তুমি এলে আমার কাছে।
তোমার সাথী করার অভিপ্রায় নিয়ে।

কিন্তু আমার যে ইচ্ছা নেই 
তোমার সাথী হবার
এখন ও কত কাজ বাকি,
কত দায়িক্ত আমার।

গাছের পাতাদের নিরব হুসিয়ারি
রাস্তার কুকুর বিড়ালদের অযাচিত উৎকন্ঠা
আমার চোখে পড়েনি।
এরা নাকি আগে থেকে সব বুঝতে পারে? 
সত্যি নাকি ব্যাপার টা?

মৃত্যু, একটু যদি আঁচ দিতে আগে থেকে
তাহলে বেশ হত,
সময় বের করে রাখতাম আমি,
তোমার জন্য।

আমার চোখে কাঁচের চশমা
বালুর সমান শক্তি তার।
এই দিয়ে কি আর তোমায় দেখা যায়?

আমার ক্ষমতা অন্য কিছুতে
যদি বলো টাকা চাই
দিতে পারবো,
তবে প্রাণ!!!
আর একটু সময় চাই তোমার কাছে
এখন ও কত কাজ বাকি,
কত দায়িক্ত আমার।

তুমি বরং পরে আসো
বেশি না মাত্র ছয় বা আট মাস বাদে।
ততদিনে সব গুছিয়ে উঠবো আমি মনে হয়
যদি তখন ও সময় হাতে না থাকে
তবে...
না হয় আর একটু কাল বাদে এসো।
এখন ও কত কাজ বাকি,
কত দায়িক্ত আমার।

বাড়ি টা এখন ও ছয়তালা পর্যন্ত ওঠেনি
ব্যাংকে এখন ও কোটি টাকা জমেনি,
কাবলিওয়ালা বউ দেখিনি,
রংধনু পাহাড় দেখিনি,
মাটির তলে বামনদের শহর দেখিনি।
আর এখনি মৃতু!! 
না না সে তো বড্ড অন্যায় হবে
আমার সাথে।

তবে এলেই যখন কষ্ট করে
বস্তির ফকিরদের একটাকে নিয়ে যাও সাথে করে
তাহলে বেশ হবে।

আমার টাকা আছে
আমার মৃত কেন আগে হবে ? 
আমি ক্ষমতাবান মানুষ
আমার মৃত্যু কোন হবে?

এখনি চাই না আমি তোমার সাথী হতে
তুমি বরং কদিন বাদে এসে
তখন না হয় ভেবে দেখবো।

                         ------


  • Loging for Like
  • মোট পছন্দ করেছেন 1 জন
  • মন্তব্য 8 টি
  • কবিতা


  • মৃত্যু

মৃত্যু

কোলাহল এড়িয়ে, সবার ছায়া মাড়িয়ে সেই তুমি এলে আমার কাছে। তোমার সাথী করার অভিপ্রায় নিয়ে। কিন্তু আমার যে ইচ্ছা নেই তোমার সাথী হবার এখন ও কত কাজ বাকি, কত দায়িক্ত আমার। গাছের পাতাদের নিরব হুসিয়ারি রাস্তার কুকুর বিড়ালদের অযাচিত উৎকন্ঠা আমার চোখে পড়েনি।







  • Rabbani Chowdhury
    2015-11-09 06:27:27

    চয়নিকায় স্বাগত !

    একে একে দেখছি চয়নিকার আসর জমে উঠেছে, 

    লেখটি কেন প্রথম পাতায় আসছে না, তা কর্তৃপক্ষ্যকে জানাতে হবে। প্রথম প্রথম এই সমস্যাটি হয় তো হয়। শুভেচ্ছা জানবেন অনেক অনেক। 

    • "একে একে দেখছি চয়নিকার আসর জমে উঠেছে"

      না জমে উপায় আছে...  

      আমরা তো আছি মাতিয়ে রাখার জন্য :) 

       

      অনেক অনেক ধন্যবাদ রব্বানী ভাই আর চয়নিকায় ব্লগকে।

      অর্বাচীন পথিক
      2015-11-09 13:38:42

  • Rabbani Chowdhury
    2015-11-09 06:40:48

    মৃত্যু, একটু যদি আঁচ দিতে আগে থেকে
    তাহলে বেশ হত,
    সময় বের করে রাখতাম আমি,
    তোমার জন্য। 

    লাইনগুলি মনে নাড়া দিল বেশ, মৃত্যু মানে মনকে আটকে রাখে এক অজানা পাথর শোকে। 

    চমৎকার কথামালায় মুগ্ধ,  শুভেচ্ছা জানবেন অনেক অনেক। 

     

    • আমার কাছে মনে হয় মৃতু্য  নিয়ে সবাই এই ভাবে চিন্তা করে। আর সেই চিন্তা থেকে লেখা। 

       

      অনেক ধন্যবাদ রব্বানী ভাই। শুভ কামনা রইল আপনার জন্য।

      অর্বাচীন পথিক
      2015-11-09 13:41:07
  • স্বাগত জানাই অর্বাচীন পথিক৷

    • অনেক অনেক ধন্যবাদ হামিদ ভাই। 

       

      শুভ কামনা রইল আপনার জন্য। 

      অর্বাচীন পথিক
      2015-11-09 13:42:01

  • Shanjedul Hassan
    2015-11-10 15:24:50

    yes


  • Shanjedul Hassan
    2015-11-10 15:31:27

    yes

চয়নিকা মননশীল সাহিত্যচর্চার একটি উন্মুক্ত ক্ষেত্র। এখানে প্রদত্ত প্রতিটি লেখার দায়দায়িত্ব সম্পূর্ণ লেখকের নিজের।
Choyonika.com