• Rabbani Chowdhury
    • শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫, ০৪:২৮ অপরাহ্ন
    • বিষয়ঃ প্রবন্ধ
    • দেখেছেঃ 1847 বার
    • মন্তব্যঃ 2 টি
    • পছন্দ করছেনঃ 1 জন

উল্টা কথা !!


উপরে উঠার চেয়ে নিচে নামা বেশ কঠিন। যদিও এ কথাটির পক্ষে অনেক যুক্তি দাড় করানো যায়, তবুও এ কথাটি ঠিকে থাকার কথা নয়। আকাশ খোলা, মুক্ত বলে উপরে বেশ উঠা যায়, উঠাটা বেশ সহজ মনে হয় কিন্তু মাটি ভেদ করে নিচে নামাটা বেশ কঠিন। একজন পন্ডিত ব্যক্তি মূর্খ হয় কী ভাবে !! একজন দয়ালু মানুষ পষান্ড হয় কী ভাবে !! ধন দৌলতে একজন ধনী ব্যক্তি ছেঁড়া পোশাক পড়ে রাস্তায় হাঁটি কী ভাবে !! আসলই উপরে উঠার পরে নিচে নামাটা বেশ কঠিন।

মহা মানবরা অনেক উল্টা কথা বলে যথেষ্ট খ্যাতি পেয়েছেন, ব্যাংকিং নীতিকে উল্টিয়ে দিয়ে রবি ঠাকুর বলেছেন " গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় " আমি ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহন করলে ব্যাংক কেন ঋণী হবে !!

এ জগতে কে সুখ না চায় !! সুখের মহত্বকে খাটো করে রবি ঠাকুর গেয়েছেন - " সুখের শিশির নিমেষে শুকায় , সুখ চেয়ে দুখ ভালো– । " দুঃখ ভালো হলে আমি অন্ধত্বকে বরণ করে নিলাম না কেন !!

এ সব কথা বলে রবি ঠাকুরের তত্বকে, বাণীকে সমালোচনায় আনা আমাদের সাজে না।

উপরে উঠার চেয়ে নিচে নামা বেশ কঠিন - এ কথাটির পক্ষে যতই যুক্তি দাড় করি না কেন - অনেকের কাছে কথাটি উল্টা কথা মনে হওয়ার কথা, আমরা যারা নগন্য যতই তত্ব কথা বলি না কেন সব কথাই হাওয়ায় উড়ে যাওয়ার কথা যতক্ষণ না পর্যন্ত নিজের প্রতিষ্ঠা না আসবে। আর সবার মধ্যে যদি প্রতিষ্ঠা আসে তবে সাধারণ মানুষের তুলনায় প্রতিষ্ঠিত মানুষের সংখ্যা বেশি হওয়ার কথা।

আবারও মহা মানবের মহা মূল্যবান কথায় আসি - " অতি বড় হয়ও না, ঝড়ে পড়ে যাবে " ঝড়ে হিমালয় বা বড় বড় পর্বতগুলি কি পড়ে গেছে !!

মানবদের বাণী, অমূল্য বাণী আর আমাদের কথা, কথার কথা। অসাধারণ ও সাধারণ মানুষের মধ্যে অনেক বড় ফারাক, অনেক বড় পার্থক্য, যার ব্যবধান জয় করা আমাদের অনেকের পক্ষ্যে সাধ্যের বাইরে।


  • Loging for Like
  • মোট পছন্দ করেছেন 1 জন
  • মন্তব্য 2 টি
  • প্রবন্ধ


  • ডুব দেওয়া
  • সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ কি আবারও দিল্লীতে ফিরে আসেতে পারবেন !
  • মোগল সম্রাট বাবরের সমাধী কাবুলের “বাগ-এ-বাবর”-এর আড়ালের কথা
  • সমাধি রেখায় মুঘল সম্রাজ্য -
  • শরৎ, শুভ হোক তোমার আগমন।
  • বিশ্বকবিকে নিয়ে স্মৃতি চারণ ..................................!

ডুব দেওয়া

উপরে উঠার চেয়ে নিচে নামা বেশ কঠিন। যদিও এ কথাটির পক্ষে অনেক যুক্তি দাড় করানো যায়, তবুও এ কথাটি ঠিকে থাকার

সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ কি আবারও দিল্লীতে ফিরে আসেতে পারবেন !

উপরে উঠার চেয়ে নিচে নামা বেশ কঠিন। যদিও এ কথাটির পক্ষে অনেক যুক্তি দাড় করানো যায়, তবুও এ কথাটি ঠিকে থাকার

মোগল সম্রাট বাবরের সমাধী কাবুলের “বাগ-এ-বাবর”-এর আড়ালের কথা

উপরে উঠার চেয়ে নিচে নামা বেশ কঠিন। যদিও এ কথাটির পক্ষে অনেক যুক্তি দাড় করানো যায়, তবুও এ কথাটি ঠিকে থাকার

সমাধি রেখায় মুঘল সম্রাজ্য -

উপরে উঠার চেয়ে নিচে নামা বেশ কঠিন। যদিও এ কথাটির পক্ষে অনেক যুক্তি দাড় করানো যায়, তবুও এ কথাটি ঠিকে থাকার

শরৎ, শুভ হোক তোমার আগমন।

উপরে উঠার চেয়ে নিচে নামা বেশ কঠিন। যদিও এ কথাটির পক্ষে অনেক যুক্তি দাড় করানো যায়, তবুও এ কথাটি ঠিকে থাকার

বিশ্বকবিকে নিয়ে স্মৃতি চারণ ..................................!

উপরে উঠার চেয়ে নিচে নামা বেশ কঠিন। যদিও এ কথাটির পক্ষে অনেক যুক্তি দাড় করানো যায়, তবুও এ কথাটি ঠিকে থাকার







  • Rabbani Chowdhury
    2015-12-18 10:31:20

    চয়নিকায় আর কাউকে দেখি না শুধু আছি আমি ! 

    • jani na sobai kothay cole jay... ami o chilam na... tobe ekhon theke achi...

      Shanjedul Hassan
      2016-05-20 10:48:36
চয়নিকা মননশীল সাহিত্যচর্চার একটি উন্মুক্ত ক্ষেত্র। এখানে প্রদত্ত প্রতিটি লেখার দায়দায়িত্ব সম্পূর্ণ লেখকের নিজের।
Choyonika.com