• Rabbani Chowdhury
    • বুধবার, ০৯ ডিসেম্বর ২০১৫, ০৫:৪৪ অপরাহ্ন
    • বিষয়ঃ প্রবন্ধ
    • দেখেছেঃ 1913 বার
    • মন্তব্যঃ 2 টি
    • পছন্দ করছেনঃ 1 জন

লেখা হোক আমাদের বড় বন্ধু..........................................!


প্রায় প্রতিটি মানুষ নিজের কথা বলতে বড় ভালোবাসে, ভালো বক্তাদের শ্রোতাও আছে, এই ধারায় একটি সমস্যাও আছে, ভালো শ্রোতা পাওয়া। অন্যকে নিজের কথা বলতে ভালো লাগার বড় একটি কারণ হল সে নিজেকে বেশি জানে বলে, কিন্তু সকল বক্তা কী নিজেকে সঠিক করে জানে ! নিজের মধ্যে নিজেকে জানার মধ্যে বড় ঘাটতি থাকে বলে অনেক সময় নিজেকে বিজ্ঞ মনে হয়। সঠিক বিজ্ঞ মানুষের সংখ্যা খুবই কম। আমাদের ষোল কোটি মানুষের দেশে প্রতি বছরে কত জন সঠিক বিজ্ঞ মানুষ যোগ হচ্ছেন তার সংখ্যা কি নির্ণয় করা যায় !! বেশী ভাগ মানুষই যদি নিজেকে বিজ্ঞ মনে করি তখন যে সংখ্যা দাড়ায় তা একটি ভ্রান্ত ধারণার জন্ম দেয়।

সঠিক ভাবে নিজেকে জানাটা বড় কঠিন কাজ, আমাদের সকলের কাছে নিজেকে সঠিক ভাবে জানা হয় না, দুই হাজার বছরের আগে সক্রেটিস "নিজেকে জানো" বলে বিখ্যাত কথাটি বলেছিলেন।

নিজের কথা বলে বলে নিজের কথা প্রতিষ্ঠা করা না গেলে দশের কাছে বা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করা যায় না। নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই মানুষ নিজের কথা বলতে বড়ই ভালোবাসে বা বলে, আর নিজের কথা যদি বলা না যায় তবে নিজের প্রকাশ হবে কী ভাবে !! কে না চায় নিজেকে প্রকাশ করতে !! এ সব কারণে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন-

" হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।
বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥
এই-যে আলোর আকুলতা আমারি এ আপন কথা--"
- রবীন্দ্রনাথ ঠাকুর

নিজে অনেক জেনে. অনেক পড়াশুনা করে তা কেউ যদি নিজের মধ্যে রেখে দিয়ে থাকেন তবে তাকে এতটি মূল্যবান বা মূল্যহীন পাথরের সাথে তুলনা করা যায়।

নিজেকে প্রকাশের বড় হাতিয়ার হচ্ছে লেখা। লেখার একটি ক্ষমতা অর্জন ও লেখার ক্ষমতা বৃদ্ধি করা। ব্লগে লিখার মধ্য দিয়ে আমাদের অনেকের লেখার যাত্রা শুরু, নিজের মত প্রকাশের যাত্রা শুরু। ভালো অর্থের ভালো মানের চিন্তা চেতনার মাত্রা বাড়িয়ে দিয়ে নিজেকে প্রকৃত ভাবে প্রকাশ করি শুধু নিজের কথা বার বার না বলে। লেখাই এক সময় বলে দিবে নিজে কতটুকু সঠিক জেনেছি, নিজে কতটুকু সঠিক হতে পেরেছি। কোন রাজা বা কোন সরকার ক্ষমতায় থাকার সময় তাদের সব কাজকেই সঠিক মনে হয় কিস্তু রাজার বা সরকারের পরিবর্তনের পরে তাদের আগের কাজগুলি কতটুকু সঠিক ছিল বা ছিল না জনগনই তা বুঝে নিতে পারে বেশ। তাই বেশি ভাগ সময় নিজের বুঝাটা সঠিক হয় না। নিজের কাছে এক সময় স্পষ্ট হয়ে যাবে এক বা দুই বছর আগের নিজের একটি লেখা কতটুকু সঠিক ছিল বা ছিল না, পাঠক এক সময় বলে দিবে লেখার মান নিয়ে, বিজ্ঞাপন দিয়ে বা ঢোল ঢাক বাজিয়ে পাঠক তৈরী করা যায় না। পাঠক ছাড়া যিনি লেখক তিনি কোন লেখক নন। নিজের কথা বলতে আমরা যেমন ভালোবাসি সেই কথাগুলির প্রকাশ হোক লেখার মধ্য দিয়ে, পাঠকের পড়ার মধ্য দিয়ে, পাঠক ভক্তের সমারহের মধ্য দিয়ে।


  • Loging for Like
  • মোট পছন্দ করেছেন 1 জন
  • মন্তব্য 2 টি
  • প্রবন্ধ


  • ডুব দেওয়া
  • সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ কি আবারও দিল্লীতে ফিরে আসেতে পারবেন !
  • মোগল সম্রাট বাবরের সমাধী কাবুলের “বাগ-এ-বাবর”-এর আড়ালের কথা
  • সমাধি রেখায় মুঘল সম্রাজ্য -
  • শরৎ, শুভ হোক তোমার আগমন।
  • বিশ্বকবিকে নিয়ে স্মৃতি চারণ ..................................!

ডুব দেওয়া

প্রায় প্রতিটি মানুষ নিজের কথা বলতে বড় ভালোবাসে, ভালো বক্তাদের শ্রোতাও আছে, এই ধারায় একটি সমস্যাও আছে, ভালো শ্রোতা পাওয়া। অন্যকে নিজের কথা বলতে ভালো লাগার বড় একটি কারণ হল সে নিজেকে বেশ

সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ কি আবারও দিল্লীতে ফিরে আসেতে পারবেন !

প্রায় প্রতিটি মানুষ নিজের কথা বলতে বড় ভালোবাসে, ভালো বক্তাদের শ্রোতাও আছে, এই ধারায় একটি সমস্যাও আছে, ভালো শ্রোতা পাওয়া। অন্যকে নিজের কথা বলতে ভালো লাগার বড় একটি কারণ হল সে নিজেকে বেশ

মোগল সম্রাট বাবরের সমাধী কাবুলের “বাগ-এ-বাবর”-এর আড়ালের কথা

প্রায় প্রতিটি মানুষ নিজের কথা বলতে বড় ভালোবাসে, ভালো বক্তাদের শ্রোতাও আছে, এই ধারায় একটি সমস্যাও আছে, ভালো শ্রোতা পাওয়া। অন্যকে নিজের কথা বলতে ভালো লাগার বড় একটি কারণ হল সে নিজেকে বেশ

সমাধি রেখায় মুঘল সম্রাজ্য -

প্রায় প্রতিটি মানুষ নিজের কথা বলতে বড় ভালোবাসে, ভালো বক্তাদের শ্রোতাও আছে, এই ধারায় একটি সমস্যাও আছে, ভালো শ্রোতা পাওয়া। অন্যকে নিজের কথা বলতে ভালো লাগার বড় একটি কারণ হল সে নিজেকে বেশ

শরৎ, শুভ হোক তোমার আগমন।

প্রায় প্রতিটি মানুষ নিজের কথা বলতে বড় ভালোবাসে, ভালো বক্তাদের শ্রোতাও আছে, এই ধারায় একটি সমস্যাও আছে, ভালো শ্রোতা পাওয়া। অন্যকে নিজের কথা বলতে ভালো লাগার বড় একটি কারণ হল সে নিজেকে বেশ

বিশ্বকবিকে নিয়ে স্মৃতি চারণ ..................................!

প্রায় প্রতিটি মানুষ নিজের কথা বলতে বড় ভালোবাসে, ভালো বক্তাদের শ্রোতাও আছে, এই ধারায় একটি সমস্যাও আছে, ভালো শ্রোতা পাওয়া। অন্যকে নিজের কথা বলতে ভালো লাগার বড় একটি কারণ হল সে নিজেকে বেশ







  • Rabbani Chowdhury
    2015-12-18 10:32:04

    চয়নিকায় আর কাউকে দেখি না শুধু আছি আমি ! 

    • আমারাও আছি... তবে একটু দেড়ি হয়ে গেল আর কি... smiley

      Shanjedul Hassan
      2015-12-30 15:29:15
চয়নিকা মননশীল সাহিত্যচর্চার একটি উন্মুক্ত ক্ষেত্র। এখানে প্রদত্ত প্রতিটি লেখার দায়দায়িত্ব সম্পূর্ণ লেখকের নিজের।
Choyonika.com