• কামাল উদ্দিন
    • শুক্রবার, ০৬ নভেম্বর ২০১৫, ০৯:১৭ পূর্বাহ্ন
    • বিষয়ঃ অন্যান্য
    • দেখেছেঃ 3367 বার
    • মন্তব্যঃ 14 টি
    • পছন্দ করছেনঃ 0 জন

কাশ্মীরি আপেল (ছবি ব্লগ)............(মূলত ছবি ব্লগের টেষ্ট পোষ্ট)



আপেল কাশ্মীর উপত্যকার অন্যতম অর্থকরী ফল। কাশ্মীরের নিচু পাহাড়গুলোর ভাঁজে ভাঁজে রোদ-ছায়ার খেলা আর লাল সবুজ আপেলের মিতালি দেখতে সত্যিই মনোরম। কাশ্মীরি ভাষায় আপেলকে বলা হয় ‘চুঁওট’। শীতল আবহাওয়ায় এর ফলন হয় বলে একে বলা হয় টেম্পরেচার ফ্রুটস । আগস্টের শুরুতেই দু’একটা গাছে আপেল পাকা শরু হয় । আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত গাছ পাকা তাজা আপেল কেনা যায় কাশ্মীরের বাজারগুলোতে। কাশ্মীরের বাজারে আপেলর দাম প্রতি কেজি ১০-২০ রুপি । শ্রীনগর থেকে জম্মু-শ্রীনগর হাইওয়ে ধরে ৬০ কিলোমিটার দক্ষিণে দুটি জেলার নাম অনন্তনাগ (স্থানীয়রা বলে ইসলামাবাদ) আর কুলগাঁও। এই দুই জেলায়ই উৎপন্ন হয় সবচেয়ে বেশি এবং উন্নত জাতের আপেল। পাহাড়ি এলাকার পথগুলোতে ভয়ঙ্কর সব বাঁকে পথ চলা কষ্টকর হলেও আশে পাশের সৌন্দর্য দেখে আপনি বলে উঠবেন এই পথ যদি না শেষ হয়……

তবে কাশ্মীর সম্পর্কে যতটুকু জেনেছি তাতে বুঝে গেছি কমপক্ষে তিনবার কাশ্মীর না গেলে কাশ্মীরকে পূর্ণরূপে দেখা সম্ভব নয়। প্রথমটা হলো আগস্ট থেকে নভেম্বর মাস, যখন শীতের প্রকোপ খুবই কম থাকে আর গাছে গাছে থাকে পাকা লালরঙা আপেল। দ্বিতীয়টা হলো ডিসেম্বর জানুয়ারী, যখন ওখানে তুষার ঝরে। তৃতীয়টা হলো এপ্রিল যখন সবগুলো পাহাড়ের মাথায় থাকবে বরফের সাদা টুপি আর আনন্দে হাসবে টিউলিপরা। একটা পূরণ হয়েছে, বাকী দুটোর অপেক্ষায় আছি।

এবার আসুন আমার কাশ্মীর ভ্রমণে তোলা কিছু আপেলের ছবি দেখি।


(২) আপেল গাছগুলো বড় হতে অনেক সময় নেয়, তাছাড়া ওরা আপেল গাছ জাতে খুব উঁচু না হয় বরঞ্চ চারিদিকে ছড়িয়ে পড়ে ডাল কেটে সেই ব্যবস্থা করে দেয়।


(৩/৪) গাছের নিচে বসে উপরের দিকে তাকালে গাছগুলোকে এমন দেখায়।


(৫/৬) সবুজ সাদা কিংবা লাল সব রকম আপেলই বাগান গুলোতে রয়েছে।


(৭/৮) আপেলের ভারে যাতে ডাল ভেঙে না যায় যে জন্য গাছগুলোতে অনেক খুটি লাগানো থাকে।


(৯) সকালের সোনা রোদে চকচক করছে আপেলগুলো।


(১০) গাছ থেকে আপেল সংগ্রহ করছে এক কাশ্মীরি নারী।


(১১/১২) রপ্তানীর জন্য তৈরী হচ্ছে আপেল।


(১৩/১৪) হরেক রকম আপেল, কোনটা গোলাকার কোনটা চ্যাপ্টা।


(১৫/১৬) কিছু কিছু গাছে এতো বেশী আপেল হয়েছে যে, ভাবতে সত্যিই বিশ্ময় লাগে।


(১৭) সব শেষে সাদা মনে আমার আপেল বাগানে দাঁড়িয়ে থাকা একটা ছবি।


  • Loging for Like
  • মোট পছন্দ করেছেন 0 জন
  • মন্তব্য 14 টি
  • অন্যান্য


  • সাজাই ভ্যালি
  • রাখের উপবাস বা কার্তিক ব্রত ( ফটোব্লগ )
  • রাতের স্টেশন
  • কাশ্মীরি আপেল (ছবি ব্লগ)............(মূলত ছবি ব্লগের টেষ্ট পোষ্ট)
  • চলে এলাম চয়নিকায়

সাজাই ভ্যালি


আপেল কাশ্মীর উপত্যকার অন্যতম অর্থকরী ফল। কাশ্মীরের নিচু পাহাড়গুলোর ভাঁজে ভাঁজে রোদ-ছায়ার খেলা আর লাল সবুজ আপেলের মিতালি দেখতে সত্যিই মনোরম। কাশ্মীরি ভাষ

রাখের উপবাস বা কার্তিক ব্রত ( ফটোব্লগ )


আপেল কাশ্মীর উপত্যকার অন্যতম অর্থকরী ফল। কাশ্মীরের নিচু পাহাড়গুলোর ভাঁজে ভাঁজে রোদ-ছায়ার খেলা আর লাল সবুজ আপেলের মিতালি দেখতে সত্যিই মনোরম। কাশ্মীরি ভাষ

রাতের স্টেশন


আপেল কাশ্মীর উপত্যকার অন্যতম অর্থকরী ফল। কাশ্মীরের নিচু পাহাড়গুলোর ভাঁজে ভাঁজে রোদ-ছায়ার খেলা আর লাল সবুজ আপেলের মিতালি দেখতে সত্যিই মনোরম। কাশ্মীরি ভাষ

কাশ্মীরি আপেল (ছবি ব্লগ)............(মূলত ছবি ব্লগের টেষ্ট পোষ্ট)


আপেল কাশ্মীর উপত্যকার অন্যতম অর্থকরী ফল। কাশ্মীরের নিচু পাহাড়গুলোর ভাঁজে ভাঁজে রোদ-ছায়ার খেলা আর লাল সবুজ আপেলের মিতালি দেখতে সত্যিই মনোরম। কাশ্মীরি ভাষ

চলে এলাম চয়নিকায়


আপেল কাশ্মীর উপত্যকার অন্যতম অর্থকরী ফল। কাশ্মীরের নিচু পাহাড়গুলোর ভাঁজে ভাঁজে রোদ-ছায়ার খেলা আর লাল সবুজ আপেলের মিতালি দেখতে সত্যিই মনোরম। কাশ্মীরি ভাষ






  • প্রথম ছবিটা মুছতে চেয়েও মুছতে পারলাম না sad

  • পোষ্ট এডিট অপশনটা পাচ্ছিনা, সেটা আছে নাকি তাও জানিনাangry

  • ফটোগ্রাফী, ভ্রমণ, ছবি পোষ্ট.....এই সমস্ত ট্যাগগুলো থাকলে ভালো হতো

  • এডিট অপশন তো পোস্টের নিচেই দেখা যাওয়ার কথা৷ তাছাড়া প্রোফাইলে তো অাছে
    • আমি তো দেখতে পাচ্ছিনা হামিদ ভাই

      কামাল উদ্দিন
      2015-11-06 05:05:00
    •  প্রোফাইলে গিয়ে পেয়েছি, কিন্তু প্রথম ছবিটা মুছতে পারছিনা

      কামাল উদ্দিন
      2015-11-06 05:10:57
  • প্রচ্ছদের ছবি মুছতে পারবেন না৷ এডিটে গিয়ে অন্য একটা ছবি অাপলোড করলে এটা পরিবর্তন হবে
    • হুমম, তাহলে আর কি করা!

      কামাল উদ্দিন
      2015-11-09 09:43:17

  • Rabbani Chowdhury
    2015-11-06 08:39:43

    ছবির যাদুকর আমাদের কামাল ভাই ছবি ব্লগে সফল হয়েছেন, জানি না আমাদের অকেজোদের কপালে কি আছে  ! আমি তো ছবি পোষ্ট দিতে পারি না। 

    আপনার পদ চারণায় চয়নিকা প্রাণ-বন্ত হয়ে উঠবে - এ আমাদের সত্য প্রত্যাশা। 

    • আমাদের সকলের পদচারনায় প্রাণবন্ত একটা ব্লগ হোক সেটাই আমাদের প্রত্যাশা

      কামাল উদ্দিন
      2015-11-09 09:44:37

  • Rabbani Chowdhury
    2015-11-06 08:47:33

    ছবি ব্লগের টেষ্ট পোষ্ট এখন সফলাতার মুখ দেখে একেবারে সঞ্চালক নির্বাচিত। চয়নিকা আলোকিত হয়ে উঠলো। 

    • হে হে হে, আপনি থাকতে আমার কোন ভরসা নাই laugh

      কামাল উদ্দিন
      2015-11-09 09:45:25

  • Shanjedul Hassan
    2015-11-07 20:35:22

    আপনার লেখা যেখানেই থাকবে আপনি তার নিতে option থাকবেই... না পেলে আমাকে জানান আমি ঠিক করে দিবো... পারলে একটা Image পাঠাতে পারলে খুব উপকার হয়...

    আর আপনি আমার ব্লগ Complete করার জন্য 'Edit Blog Info' Option এ যান। সে খানে আপনার ব্লগের Head এর জন্য একটা Image upload করুন। তাহলে আপনার ব্লগ দেখতে অনেক ভালো দেখাবে...

    • অবসরে আরো ভালোভাবে দেখবো, ধন্যবাদ ভাই

      কামাল উদ্দিন
      2015-11-09 09:46:37
চয়নিকা মননশীল সাহিত্যচর্চার একটি উন্মুক্ত ক্ষেত্র। এখানে প্রদত্ত প্রতিটি লেখার দায়দায়িত্ব সম্পূর্ণ লেখকের নিজের।
Choyonika.com